ভাসা ভাসা জলে ডুবে যাচ্ছে
চেতনাহীন মানুষ
স্মৃতির বলিরেখায় দাঁড়িয়ে আছে নিস্তব্ধ রাত
ঘুমঘরে খিল
গোঁসা হয়ে ফিরে আসছে হাজার হাজার ঈশ্বর ।।
দুচোখের গভীরে ভাসে জোড়া জোড়া চোখ
চোখের ইশারা বোঝে না
চেতনাহীন মানুষ
গোলাপ
কথায় শিশির
কথায় শিশির
পড়ে থাকে ছায়া ছায়া হাজারো মায়া নিঃস্ব ব্যালকনিময় ।।
একে একে মায়াগুলো কুড়োই
আস্তিনে ঢুকে যায় পোড়ো পোড়ো রোদ
বন্ধুত্ব পোড়া ছাই
স্বরবর্ণের দেশে এখনো বিকেল নামে চেনা ডাকনামে
ভেঙে পড়ে বিদুর উৎসব ।।
হৃত গৌরব ফিরে আসে না আর
বাগবাজারে ফিরে আসে না নাটরের বনলতা সেন
হাজার হাজার ঈশ্বর ভূখাপেটে ঘুমোয়
পরজীবী ঘুম ।।
মুছে যায় অচেতন মানুষ
পুড়ে পুড়ে হয়ে যায় তামাটে আকাশ
এক ছাদ রোদে তবু শুকিয়ে নেয় জলে ভেজা ভবিষ্যৎ ।।
___________________________
হামিদুল ইসলাম, গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর।
___________________________

Comments
Post a Comment