চলন তোমার বাঁকা
কান্তিলাল দাস
চলনখানি বাঁকা তোমার
সর্বদা যে হয় তা মনে,
তোমার সঙ্গে হল দেখা
জানি না সে কী-কুক্ষণে।
চড়চড়িয়ে উঠছ উপর
এই সমাজে পাচ্ছ যে মান,
গাইছে ভালো তোমার তারা
আমার জ্বলে যাচ্ছে যে কান!
কেমন করে ওঠে উপর
খুঁজছি রোজই পাচ্ছি না মই!
হিংসা করি? হয়ত হবে
নইলে তোমায় মন্দ কি কই?
কর্ম তোমার হয়ত ভালো
তবু কথায় লাগাই কালি,
বলতে থাকি হাটের মাঝে
আসলে ও-লোকটা 'জালি'।
যাই না আমি তোমার কাছে
গেলে ও-কি পাত্তা দেবে?
বলছি তো তাই মন্দ কথা
চারপাশ না একটু ভেবে।
লোকে তাকায় আমার দিকে
কেউ বলে যায়- তাইতো! তাইতো!
এতেই আমার বুক ফুলে যায়
চলতে-ফিরতে সুখটা পাই তো!
হয়ত তোমার চলন সোজা
লাগত আমার এ-দুইচোখে,
চোখের যে-বিষ তুমি আমার
চলন বাঁকা বলছি লোকে!
..............................
কান্তিলাল দাস
কিসমত-অপূর্বপুর
বেলতলা লেন (সাধুখাঁ মাঠ)
ডাক- সিঙ্গুর
জেলা- হুগলি
কিসমত-অপূর্বপুর
বেলতলা লেন (সাধুখাঁ মাঠ)
ডাক- সিঙ্গুর
জেলা- হুগলি
Comments
Post a Comment