দুটি কবিতা / অলক জানা
বিপন্ন মধুমাস
রাতের
ক্যামিস্ট্রি জড়িয়ে আছে পাতায়, হুটকরে ছেড়ে যাওয়া সিজন জ্বর,
জামার নিচে ঘামে ভেজা ঠান্ডা বুকের সঙ্গে বনবাদাড়ের শিশিরদাগ পাতার কত মিল,
আমি বড়জোর একটি ভ্রমর কিংবা প্রজাপতি মুখের চোষক ও সন্ধিপদে যে যৌনফেরি করে---
তোমাদের সমাজে এখন ৩৬৫ দিন যুদ্ধ, কাগজপত্রে রক্ত আর ধ্বংসস্তূপের ছবি
আমার বিপন্ন মধুমাস, জমে ওঠে
বারুদের আঁচ অথচ
তার কোন খবর রাখে না কোনদিন কেউ।
লিপি ভাসান
একটি
কবিতা, একঝাঁক পাখির আকাশ হয়ে যাওয়া। পাশাপাশি আগ্রহী অক্ষরজোট --
বাড়ন্ত ভাত-কাপড়ের বার্তা নিয়ে আমার পরমাত্মীয় পাঠক ও মানুষের ক্ষুদ্রান্তের মতো
রাষ্ট্রের কাছে পোষা ময়না-টিয়ার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় চুপটি করে সঙ্গ দিতে চায়।
কবিতা আশ্রয় খোঁজে, নিশ্চিত একটি বাসস্থান, নবজাতক বটঝুরির মতো মাটির হৃদয়ে পাথর
না থাকলে সে তো প্রেমিকা থেকে অর্ধেক জননী, যে ছেলেমানুষির অজস্র আব্দার সামলে
হাজার কথার নির্জন একটি সাদা-কাগজ। কে তাকে রক্তাক্ত করতে চাও? নিরক্ষর সাদা কাগজ
কাঁদলে, পৃথিবী নয় সত্যিকার হৃদয়লিপি নিখোঁজ,
অগভীর তলিয়ে যায়।
অলক জানা
বাসুল্যা, সবং, শ্যামসুন্দরপুর, পশ্চিম মেদিনীপুর--৭২১১৫৫
![]() |
| মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ |



Comments
Post a Comment