অপাঙক্তেয় পংক্তিমালা
সুদীপ কুমার চক্রবর্তী
অপাঙক্তেয়
ভালোবাসার পংক্তিগুলো কত যত্নে
সাজিয়ে রেখেছি এখনও অন্দরমহলে।
একান্তের ছবিগুলো অনেকটাই সময়ের জেল্লা হারিয়েছে।
ধুলোর আস্তরণে চাপা পড়ে গেছে হৃদয়সংলাপ
তবুও টাঙিয়ে রেখেছি দেওয়ালে দেওয়ালে।
অনেক
প্রশ্নচিহ্ন নিয়ে
নক্ষত্রের দিকে তাকিয়ে রয়েছে নির্জন রাত্রি।
সুরের পটভূমিতে জেগে ওঠে শুধুই আত্মবিলাপ।
অনেক মিথ্যে গিলে খেয়েছে স্পর্শ জড়ানো হিমেল রোদ্দুর
আবার অনেক মিথ্যে ধুয়ে দিয়েছে অন্তরঙ্গ বৃষ্টি ।
এখন বেশ অবাক লাগে বিস্মরণের অভিধানে
এতগুলো শূন্য পৃষ্ঠার অকারণ সংযোজনে।
সমুদ্রের নীল জল এতটাই লবণাক্ত এখন
আকণ্ঠ পিপাসায় একফোঁটা পান করাও অসম্ভব।
এক আঁজলা জল তুললে দেখা যায় যে এর মধ্যে
একবুক প্রেম লুকিয়ে আছে অথচ বিরহের কি নোনতা স্বাদ !
অভিবাদন
জানাতে যখন অপাঙ্ক্তেয় ভালোবাসার পংক্তিগুলো ফিরে
ফিরে আসে তখন গুছিয়ে রাখতে হয় গোপন দেরাজে
অতি সমাদরে - যত্ন সহকারে
নাহলে তো ছিঁড়ে যাওয়ার ভয় থাকে অবাঞ্ছিত
কীট পতঙ্গের আঁচড়ে কামড়ে !!
![]() |
| মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ |



Comments
Post a Comment