অ ণু গ ল্প
ইংলিশ বৌদি
সুচন্দ্রা বসু
বৌদি শুনলাম স্পোকেন ইংলিশ ও কম্পিউটর শিখছে। বেশ কিছুদিন হল ছেলে জার্মানিতে চাকরি করছে। সেখানে ছেলে থাকাকালীন একবার জার্মানি ঘুরে আসবে। তাই ইংরেজি চর্চা শুরু করেছে। বারান্দায় দাঁড়িয়ে সকলকে ইংরেজিতে শুভেচ্ছা জানায়। আজ মহালয়া। বৌদি কাকে যেন বলছে Happy Mahalay. এমন কথা কানে আসতেই বারান্দায় গিয়ে দাঁড়াতেই আমাকেও বলল, Hello Happy Mahalay.
আমি বললাম ধন্যবাদ, চা খেয়েছেন?
বৌদির উত্তর, আই ইট ফিউ এগো।
আজ রান্না নেই?
বৌদি -- ওভেন পূজা হ্যাভ টুডে। সো লক ডাউন কিচেন। কুক ওয়ার্ক নো টুডে।
তবে খাবেন কী?
বৌদি-- রেস্ট বেলি টুডে। সান ইট লাভ ভেরি। মি মাইন্ড ভেরি ব্যাড। ইয়েসটারডে ডিড ফিসফ্রাই, সুইট ডাল, এন্ড ভ্যারাইটিস সব্জিফ্রাই, এন্ড রাইস পুট ইন দি বোল উইথ ওয়াটার। অল দিস মিল উই ইট লাঞ্চটাইম ওভেন পূজা আফটার।
কলিংবেল শুনেই বৌদি চেঁচিয়ে বললো, স্ট্যান্ড মাই ডিয়ার সাইলেন্টলি। শুনলি কাম আই। বলেই ঘরে ঢুকে গেল।
দরজা খুলেই বলল, ডার্লিং ওয়েলকাম হোম।
দাদার উত্তর-- আই এম সো টায়ার্ড।
উত্তরে বৌদি -- ওকে, রেস্ট ইন পিস।
সুচন্দ্রা বসু
![]() |
| মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ |



Comments
Post a Comment