দুটি কবিতা / শোভন মণ্ডল
ফেরোমন ও হিউমাস
শান্ত বরফের ঘরে আমাদের বেঁচে থাকা
আসলে নিস্তব্ধ জীবন-যাপন
ঘুম ভেঙে গেলে গাছদের পাতা ঝরে যায়
সোঁদা মাটিতে নরম হিউমাস
অরণ্যের শ্বাস নেয়
তুমি বললেই, এরকম সময় ছুঁয়ে দেখব
খুলে ফেলব আচ্ছাদন, আস্ফালন
তোমাকে দিব্যি কেটে
আসলে তোমার শরীরের অনন্ত ফেরোমন
উজাগর, রুদ্ধশ্বাস
এসব দেখতে দেখতে আবার চোখ বুজি ত্রাসে
ঘড়ি থেমে যায় যাক
বন্ধ হোক গলির আলোপথ
নিভে যাক চোখের পল্লব
এসময়েই আমাদের রক্ত হিম হয়ে আসে
স্পর্শ-কথা
“ছুঁয়ে দেখলে ঘোর লেগে যায়”
এসব বলে আমরা ঢুকে যাচ্ছি পরবর্তী অধ্যায়ে
মনপসন্দ গল্পগুলো এবারে নামিয়ে আনব দেরাজ থেকে
খুঁজে দেখব স্পর্শের মোলায়েম আখ্যান
সবটুকুই তো অন্তরের আবেশ
অনুভবের আশ্চর্য পরিচর্চা
ছুঁয়ে দেখলে নীল হয় এ শরীর
বুঝেছ অর্বাচীন ?
নরম ঠোঁটের আশপাশে প্রিয় বাবল্
ভালবাসার বেলুন ওড়ায়
ঘোর লেগে গেলে আবার স্পর্শ করি
বার বার করি
স্পর্শ
স্পর্শ
যতক্ষণ না নীল হয়ে যাই...
![]() |
| মুদ্রিত সংখ্যার প্রচ্ছদ |



Comments
Post a Comment