অনন্ত পথিক
জয়শ্রী সরকার
স্বপ্নে আমি দেখেছিলেম আমার স্মরণ,
সভায় তোমরা জ্বালিয়েছিলে হাজার বাতি
পালন করে গভীর গহন নীরবতা !
আবছা আলোয় দেখেছিলেম সবার কাঁদন,
খাদ ছিল না এতটুকু কারোর ধ্যানে
জল চিক চিক করেছিল ওদের চোখেও.......
কায়াহীনের ছায়া নিয়ে আমার চলা,
বলা কিছুই হয় না যে আজ
হিসেব করে অঙ্ক কষে প্রহর গোনা .......
মৃত্যুঘন্টি বাজবে জেনেও টিকে থাকা,
দাগ কেটে যাই জিজ্ঞাসাময় জীবনখাতায়
হৃদয়মরুর উদ্যানেতে ফুল ফোটানো.......
************************************
জয়শ্রী সরকার,
দিনান্তিকা, প্রেমবাজার, খড়গপুর,
পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৬
Comments
Post a Comment