তোমাকে
গৌতম সমাজদার
আরো একটা বসন্ত টুপ করে
ঝড়ে পড়লো, ক্যালেন্ডার থেকে
কি দিলো পৃথিবী গোটা বছর টায়?
দেখালো মুখ নয়, মুখোশের আড়ালে মানুষ
স্বার্থের ঘষা কাগজে বিচ্ছেদের সেতার,
সেতারের তার ছেঁড়ার দায় চাপানো
সুন্দর, নরম আঙুল গুলো কে।
একটা বছর শেখালো জীবন সংগ্রাম ,
এগিয়ে চলার মন্ত্র , ঝড়া পাতার
জায়গা নেয় কচি, নতুন সবুজ পাতা ।
ভরিয়ে দেয় গাছের ডালপালা-
নতুন করে কাঁধে সেতারের তার,
নতুন করে জীবন গেয়ে ওঠে-
বাঁচো, বাঁচতে দাও- সব বাধা ঠেলে
চরৈবতি, চরৈবতি । সভ্যতা
শেখালো মুখোশ শেষ কথা নয়-
মুখ ও আছে এই জীবনে-
মুখোমুখি বসে, পৃথিবীর উত্তাপ নিয়ে
অন্তহীন , এই জীবন সুন্দর , সুন্দরতম
====================
Goutam Samajder, 22/86 Raja Manindra Road, Kol-37
Comments
Post a Comment