কবিতা ।। বাস্তবতার ক্যানভাসে ।। বিশ্বজিৎ কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতা ।। বাস্তবতার ক্যানভাসে ।। বিশ্বজিৎ কর

 

বাস্তবতার ক্যানভাসে! 

বিশ্বজিৎ কর। 


কিছু কথা, অবচেতনে.... 
মাথা নত থাকুক,কবিতার কাছে!
প্রাণঢালা ভালবাসার শিকড়ে স্বস্তির নির্যাস মিলেমিশে যাক,
মহীরুহ হোক্ তোমার চাহিদা!
আগোছালো মেঘরাশির হারিয়ে যাওয়ার ছায়াপথে কালপূরুষ দাঁড়িয়ে তীরধনুক হাতে,গ্রহান্তরের জীবের খোঁজে!ঝড় এলে ও'কে সামলে রেখো তোমার বিশ্বস্ততায়!

মাথা নত থাকুক,কবিতার কাছে!
জীবনের আল্ বরাবর হেঁটে যাওয়া সংসারের কথাগুলো প্রতিধ্বনিত হোক্ ভালবাসার পাথরে,পাষাণ হৃদয়ে!
থইথই বৃষ্টির জলে দিকভ্রান্ত ঝরাপাতার দল অভিমানের চড়াই-উৎরাই পথে থেমে গেছে!
ঝড় এলে ওদের সামলে রেখো,তোমার আশ্বস্ততায়!

মাথা নত থাকুক,কবিতার কাছে!
প্রতিহিংসার ধিকিধিকি আগুনে মশাল জ্বলুক সৃজনের,
অভিজ্ঞতা সঞ্চিত হোক্ মানুষ চেনার!
অপপ্রচারের মাটিতে এসো কবর খুঁড়ি দ্বিপদী জানোয়ারের,
সৎকার হোক্ দানবীয় আচারে!
ঝড় হলে বিক্রি হয়ে যেও না,উচ্ছিষ্টের আশায়!

***********************

No comments:

Post a Comment