কাঁচের চুড়ি
ইমরান খান রাজ
শত কষ্ট, যন্ত্রণা, আর অভিমানের-
চাদর সরিয়ে চেয়ে দেখো একবার,
দেখবে, কেউ একজন এখনো বসে আছে।
চেয়ে আছে তোমার পানে, তোমার অপেক্ষায়।
তীব্র আকুলতা নিয়ে নিশ্চুপ হয়ে গেছে সে,
কতকালের কত কথা বলার জন্য
সে বেশ উদগ্রীব, তবুও শান্ত হয়ে বসে আছে।
তবুও একবার যাও, তার কাছে
গিয়ে দেখো তোমার জন্য তুলে রেখেছে-
কতশত গোলাপ ফুল আর কাঁচের চুড়ি।
========================
ইমরান খান রাজ
গ্রামঃ সাতভিটা, পোস্ট অফিসঃ নারিশা, উপজেলাঃ দোহার, জেলাঃ ঢাকা, বাংলাদেশ। পোস্ট কোডঃ ১৩৩২।
Comments
Post a Comment