কবিতা ।। অরণ্যকন্যা ।। অরিন্দম চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, July 19, 2023

কবিতা ।। অরণ্যকন্যা ।। অরিন্দম চট্টোপাধ্যায়

 

অরণ্যকন্যা

অরিন্দম চট্টোপাধ্যায়


অরণ্যকন্যার দৃষ্টির ভেতর বিষাদ বিন্দু
ফোঁটা ফোঁটা জলের মতো
গড়িয়ে যায়, হয়ে যায় কোন নদীপথ
দৃষ্টি ভেঙে ভেঙে চলে যায়
কোন এক শূন্য পথে

অরণ্যকন্যার হৃদয়ের ভেতর ভাঙে
যতো বৃক্ষপত্র
নতুন পত্র পুষ্পের খোঁজ নেই
ঠোঁট জুড়ে সমুদ্রকাঁপন
বুদবুদের মতো
অস্ফুট হয়ে উচ্চারিত হয়
কোন অক্ষর শব্দ
আর তাঁর শরীর থেকে ছড়িয়ে যায়
হয়ে যায়
একটা অদৃশ্য কবিতা... 
 
==================

@ অরিন্দম চট্টোপাধ্যায়,  বেহালা, কলকাতা -৭০০০৬০,

 

No comments:

Post a Comment