মানবতার গান
খগপতি বন্দ্যোপাধ্যায়
ঋতুচক্রের আবর্তনে
শীত এসেছে ভাই,
গরীব দুখীর কষ্ট ভীষণ
গরম পোশাক নাই ।
রবির কিরণ গায়ে মেখে
কাটে সারাদিন,
সন্ধ্যা বেলায় কাঁপা শুধুই
কুটোর কাছে ঋণ ।
খড়কুটোতে আগুন জ্বালায়
শরীরে নেয় তাপ,
গরীব ঘরে জন্ম নেওয়া
তাদের কোথায় পাপ?
খিদের জ্বালা সাথী তাদের
দোসর হলো শীত,
এই ছবিটা গাঁ শহরে
নড়ায় না কি ভিত?
পারবে যাঁরা এসো না ভাই
করো বস্ত্রদান,
সবাই মিলে একসুরে গাই
মানবতার গান ।
============
খগপতি বন্দ্যোপাধ্যায়
বাঁকুড়া ,পশ্চিমবঙ্গ ,ভারত
Comments
Post a Comment