দিলীপ কুমার মধু
আমার পাড়ার রঞ্জনদা
সুখরঞ্জন নাম
বৈচিত্র্যে পরিপূর্ণ
তার সকল কাম,
নারকেল গাছের মাথায় উঠে
ডাব থেকে জল খায়
ফুটো ফাটা হয়না তবু
ডাব , ডাবের জায়গা রয়,
ভরা বর্ষায় হেঁটে বেড়ায়
জল লাগে না গায়ে
ছাতা মাথায় নেইকো তবু
জল লাগেনা পায়ে,
আজগুবি সব গল্প শোনায়
মানতে পারা দায়
যে শুনবে সে বলবে
হায়, রামরাম হায় !
হঠাৎ হঠাৎ বুদ্ধি এসে
মাথায় হাজির হয়
বললে বলে- হয়তো ভাই
মাথার C.P.Uতে রয়,
এমন বানিয়ে এমন গুছিয়ে
কল্প গল্প বলবে
রঞ্জনদা জিও জিও
এটা, অনন্তকাল চলবে।
------
দিলীপ কুমার মধু, মেমারি, পূর্ব বর্ধমান।
Comments
Post a Comment