আমার একজন লোক চাই
সাইফুল ইসলাম
আমার একজন লোক চাই
এমন মানুষ কোথায় পাই?
যে আমারে কথায় কথায়
হাসি ভুলিয়ে কেবল কাঁদায়।
চোখের জলে নদী হয়ে
কুলুকুলু যাবে বয়ে।
লাগায় আগুন মনের বনে
ধিকিধিকি জ্বলে ক্ষণে।
রক্ত-মাংসের শরীরখানা
ছিন্নভিন্ন সবার জানা।
যে জন আমায় অহোরাত্র
জ্বালায় পোড়ায় স্বর্ণগাত্র।
গ্রাম-শহরে খুঁজি তারে
মাঠে-ঘাটে ঝোপে ঝাড়ে।
বলো না তারে কোথায় পাই
আমার একটি কবিতা চাই।
দূঃখ ব্যথা থাকলে পাশে
কবিতা আসে অনায়াসে।
----------------------------
সাইফুল ইসলাম
গ্রাম-বর্দ্ধনপাড়া
ডাকঘর-পঞ্চহর
জেলা-বীরভূম
পিন-৭৩১২২১
Comments
Post a Comment