কবিতা ।। বিপ্লব ।। হামিদুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

কবিতা ।। বিপ্লব ।। হামিদুল ইসলাম

বিপ্লব

হামিদুল ইসলাম


কখনো হাওয়া হয়ে উড়ে যায় শ্বাস 
হৃদয়ের গভীরে ভালোবাসার লাল শাদা রুমাল 
পুড়ে যাচ্ছে আগুন 
প্রতিটি স্বরবর্ণে জেগে উঠছে ঘুমন্ত বিপ্লব    ।।

আমাদের হাতে হাতে হাতকড়া 
পায়ে পায়ে বেড়ি   ।।

তবু ব‍্যারিকেড ভাঙছে হাজার হাজার শ্রমজীবী মানুষ 
নীল কারাগারে শেকল ভাঙার গান 
দলিত সময়। বিপন্ন মরশুম। অসম ঘাত-প্রতিঘাতে আজ জীবন উত্তাল ।।

নদী ভাঙছে সময় 
কালের স্রোতে বসতি আঁকে সংগ্রামী হাত
বুকের ভেতর তাজা বিপ্লব
ছুঁয়ে দেখি রক্তাক্ত জীবনে ফুল হয়ে ফুটছে একগুচ্ছ বিদ্রোহী কবিতা ।।

অহং চিৎকারে গলা ফাটাই। জেগে ওঠে বিপ্লবী রাত। আমরা হয়ে উঠি বিপ্লব ।।
___________________________
 
 
হামিদুল ইসলাম, গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর।

No comments:

Post a Comment