ঋণী
সাইফুল ইসলাম
কুয়াশাঢাকা রাজপথে হাঁটতে গিয়ে দেখি
একে একে সকল ঋতু
আমাকে অতিক্রম করে চলে যায়।
রফিক, জব্বার, সালাম, বরকতের রক্ত
পথ আগলে যখন প্রশ্ন করে
কোন উত্তর দিতে পারি না।
শহীদের রক্তমাখা বর্ণমালার প্রতিটি বর্ণ
আমার গর্ব--আমার অহংকার।
সবুজ ধানের উপর ঢেউ খেলানো বাতাসে
রফিককে দেখি আন্দোলনরত অবস্থায়।
শামুকখোলের ডানায় ভর করে জব্বার এসে
পাশের নিমগাছে বসে আমার কবিতা শোনে।
ওদের শতশত প্রশ্ন আমার কানে এলেও
আমি ব্যর্থতার গান গেয়ে
না শোনার ভান করি।
আমি ঋণী শহীদের রক্তের কাছে।
--------------------------------
সাইফুল ইসলাম
বর্দ্ধনপাড়া, বীরভূম
পশ্চিমবঙ্গ
Comments
Post a Comment