অমর একুশ
রঞ্জন কুমার মণ্ডল
অমর একুশ ভাষাদিবস
দুই বাংলার ঘরে
রফিক,সালাম,বরকত'রা
আজও বেঁচে অন্তরে।
অমর একুশ তোমার জন্য
অপেক্ষাতে থাকি
ঘুরলে বছর দেবে দেখা
হেসেই দেবে উঁকি।
অমর একুশ থাকবে তুমি
বর্ণমালার জন্য
বাংলা ভাষায় লিখব পড়ব
জীবন হবে ধন্য।
অমর একুশ থাকবে বেঁচে
হয়ে মুখের ভাষা
প্রাণের কথা বলব খুলে
মিটবে মনের তৃষা।
অমর একুশ থাকবে তুমি
মায়ের ভাষা হয়ে
ভাষা দিবস হবে পালন
শপথের গান গেয়ে।
==============
রঞ্জন কুমার মণ্ডল
সারাঙ্গাবাদ,মহেশতলা
২৪পরগণা (দক্ষিণ), পিন-৭০০১৩৭.
Comments
Post a Comment