ভাষাদিবসের কবিতা ।। বাংলা আমার প্রাণের ভাষা ।। ঈশিতা পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

ভাষাদিবসের কবিতা ।। বাংলা আমার প্রাণের ভাষা ।। ঈশিতা পাল

 

বাংলা আমার প্রাণের ভাষা

ঈশিতা পাল


যে ভাষায় 'মা' ডাকলাম প্রথম,
যে ভাষাতে শিখেছি বর্ণমালা-
সেই বাংলা ভাষার গাই জয়গান,
বাংলামায়ের গলায় পরাই মালা।
বাংলামায়ের রুপের নেই তো শেষ,
বাংলা মানে সবুজ শ্যামল গ্রাম-
বাংলার কত পশুপাখি নদ-নদী,
বাংলা হল ঐতিহ্যের আরেক নাম।
বাংলাভাষায় রবি কবি লেখেন,
ভারত,বাংলার জাতীয় সঙ্গীত-
বাংলাভাষার অমোঘ আকর্ষণে,
মধুকবি গাইলেন বাংলার গীত।
বীর শহীদের রক্তে রাঙা হয়ে,
সেই ভাষারই বিজয়ধ্বজ ওড়ে-
কত সন্তান জীবনপণ করল,
মায়ের স্নেহছায়া নীড় ছেড়ে।

===============


ঈশিতা পাল
ব্যাঙ্গালোর,কর্ণাটক,ভারত।

No comments:

Post a Comment