ভুবনজুড়ে ছড়াক
আনন্দ বক্সী
বাংলাভাষায় ভালোবাসা
ঠিক সে মায়ের মতন
হৃদ্-মাঝারে লালন করি
করে আদর-যতন।
বাংলা আমার মুখের ভাষা
বাংলায় লিখিপড়ি
এ ভাষাকে আপন করে
কাব্য-ছড়া গড়ি।
বাংলাভাষায় বলে কথা
অন্তরে পাই শান্তি
ভাবপ্রকাশে কোন রকম
হয়না যে ভোগান্তি।
বাংলাভাষা শুনতে লাগে
কী যে মিষ্টিমধুর
বাংলাভাষায় বাউল গানে
যাই চলে কোন্ সুদূর।
যাঁদের জন্য বাংলাভাষার
কদর আজকে অন্য
ফেব্রুয়ারির একুশ তারিখ
দিনটা তাঁদের জন্য।
শ্রদ্ধা জানাই আমারা তাঁদের
হৃদয়-দুয়ার খুলে
প্রভাতফেরি শেষে ভরাই
শহীদ বেদি ফুলে।
বাংলাভাষা নিয়ে থাকুক
বঙ্গবাসীর গৌরব
ভুবনজুড়ে ছড়াক আরও
বাংলাভাষার সৌরভ।
============
আনন্দ বক্সী, গ্রাম-বেলিয়াডাঙ্গা,ডাক-দক্ষিণ বারাশত থানা-জয়নগর, জেলা-দক্ষিণ ২৪ পরগনা,সূচক ৭৪৩৩৭৩।
Comments
Post a Comment