ভাষাদিবসের কবিতা ।। বাংলা ভাষা ।। মহাজিস মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, February 21, 2022

ভাষাদিবসের কবিতা ।। বাংলা ভাষা ।। মহাজিস মণ্ডল


বাংলা ভাষা

মহাজিস মণ্ডল


রক্তে শুধু রক্তে
রাজপথ ভেসে গেছে
লাখো মানুষের তাজা রক্তে

রফিক সালাম বরকত 
মিছিলে মিছিলে দুর্বার শপথ
একটা ভাষার জন্য 

যে ভাষা বুকের স্বপ্ন
যে ভাষা কন্ঠের গান
যে ভাষা বাঁচার অগ্নিমন্ত্র
সে ভাষা বাংলা ভাষা
আজও জ্বলে নক্ষত্র সম আকাশে‌

          ----০----
 
মহাজিস মণ্ডল
সবুজলেন,
নবপল্লী(১২ ফুট),
২২ বিঘা রোড,
জোকা,
কলকাতা-৭০০১০৪


                         -০-

No comments:

Post a Comment