বস্তিবাসী
জীর্ণ গৃহে পশুর জীবনবস্তিবাসী তাই,চোখের তারায় অনেক স্বপনপুড়ে ছাই!ঘর সংসার স্নেহের বাঁধনদৃঢ়তায় মোড়া,বিধাতার অশেষ আশীর্বাদ সাধনঅদৃষ্টই পোড়া!চিলের চোখের শ্যেন দৃষ্টিঅভ্রান্ত ,প্রখর,জাঁকিয়ে ঠোঁটে আপন কৃষ্টিরুধির লহর !খেতাব, উপাধি উচ্ছিষ্টের নামেসভ্যের দয়াদানে,সম্মুখে,পশ্চাতে ,ডাঁইনে ,বামেআস্তাকুঁড়ের সম্মানে!উচ্ছৃঙ্খলতাই দোসর যখন আজউপায়হীন আকাশ--সভ্য জাঁকড়ে খোয়ায় লাজ,হাততালি,সাবাশ।প্রফুল্লিত দর্শকদল চীৎকারে উল্লাসে,তোয়াজের চর্বিতে,গুহ্য রয় প্রতিবাদ নিমেষেরক্তবর্ণ হুমকিতে!=======================Sanjit Das( BA graduation 2nd year geography honours)Village+post-champadangaP.s.- TarakeswarDist-hooghlyPin -712401Contact and wh.no - 9609602757
সূচিপত্র বস্তু, চেতনা এবং কবি ।। সজল চক্রবর্তী দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনায় নব দিগন্ত ।। রণেশ রায় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট ও সন্নিহিত অঞ্চলের কথ্য শব্দ ।। অরবিন্দ পুরকাইত চাঁদে জীবন ।। শমীক সমাদ্দার অসমাপ্তি ।। মহুয়া হুই গ্যালাক্সির শব্দে ।। জাসমিনা খাতুন তিনটি কবিতা ।। দিবাকর সেন অপূর্ণতার শেষ অধ্যায় ।। সুপ্রিয় সাহা হাফ ডজন ছড়া ।। স্বপনকুমার পাহাড়ী স্বাপ্নিক অমলের ঘুৃম ।। সঞ্জয় দেওয়ান দুটি কবিতা ।। সৌমিত্র উপাধ্যায় পথ চলতি ✍️পার্থ প্রতিম দাস হেমন্তের বিষাদ ছুঁয়ে ।। শক্তিপদ পাঠক রাই আর বাবা ।। অদিতি চ্যাটার্জি স্থিতিশীল ।। রঞ্জিত মুখোপাধ্যায় হৃদয়ের শূন্য কোড ।। লিপিকা পিঙ্কি দে অমানিশা ।। সৌভিক মুখার্জী দৃষ্টিগত ।। শামীম নওরোজ জ্যান্ত ভূতের গপ্পো ।। পার্থ সারথি চট্টোপাধ্যায় ধুতরা ফুলের ঘ্রাণ ।। মজনু মিয়া তারা খসার আলোয় ।। তীর্থঙ্কর সুমিত উত্তরণে অন্তরায় ।। সমীর কুমার দত্ত প্রেম মুদ্রা ।। বিবেকানন্দ নস্কর ধারা ।। লালন চাঁদ অন্যের ব্যথায় ব্যথি ।। জগদীশ মণ্ডল গর্ভ ।। শাশ্বত বোস ভ্রমণ বিষয়ক স্মৃতিকথা ।। মানস কুমার সেনগুপ্ত শাপে বর ।। সাইফুল ইসলাম রবিবার ।। সঙ্ঘমিত্রা দাস দুটি ...