বস্তিবাসী
জীর্ণ গৃহে পশুর জীবনবস্তিবাসী তাই,চোখের তারায় অনেক স্বপনপুড়ে ছাই!ঘর সংসার স্নেহের বাঁধনদৃঢ়তায় মোড়া,বিধাতার অশেষ আশীর্বাদ সাধনঅদৃষ্টই পোড়া!চিলের চোখের শ্যেন দৃষ্টিঅভ্রান্ত ,প্রখর,জাঁকিয়ে ঠোঁটে আপন কৃষ্টিরুধির লহর !খেতাব, উপাধি উচ্ছিষ্টের নামেসভ্যের দয়াদানে,সম্মুখে,পশ্চাতে ,ডাঁইনে ,বামেআস্তাকুঁড়ের সম্মানে!উচ্ছৃঙ্খলতাই দোসর যখন আজউপায়হীন আকাশ--সভ্য জাঁকড়ে খোয়ায় লাজ,হাততালি,সাবাশ।প্রফুল্লিত দর্শকদল চীৎকারে উল্লাসে,তোয়াজের চর্বিতে,গুহ্য রয় প্রতিবাদ নিমেষেরক্তবর্ণ হুমকিতে!=======================Sanjit Das( BA graduation 2nd year geography honours)Village+post-champadangaP.s.- TarakeswarDist-hooghlyPin -712401Contact and wh.no - 9609602757
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।