বিদিশা কয়ালের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, August 18, 2019

বিদিশা কয়ালের কবিতা

 

              অপেক্ষা

        

অপেক্ষা
          এক নতুন ভোরের
          আলো ভরা দিনের
যা পূর্ণ কেবল মুক্ত হাওয়ায়
                স্বাধীন নিঃশ্বাসে
যেখানে নেই বিশ্বাসে মোড়া 
                     বিশ্বাসঘাতকের আঁচড়
নেই কোনো ডানা কাটা পাখি
                     যার উড়তে মানা ।

অপেক্ষা
          এক তারায় ভরা রাত্রির
যার অন্ধকারে জাগে শান্তির দিগন্তরেখা
যেখানে নেই কেলানো দাঁতের পিছনে সেঁকোবিষ
নেই কোনো মুখোশপরা বিবেকের লাল জিভ
অথবা ভালোবাসা শব্দের সভ্য অর্থ চাহিদা ।