তাপসী লাহার দুটো কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

তাপসী লাহার দুটো কবিতা






টগবগ টগবগ


পয়মন্ত জীবনের পথ কেটে ঘোড়াটা ছুটছে
অহরহ টগবগের রুদ্ধশ্বাস  কারনামা।

বাঁকে  পরে থাকছে কান্নার মত অলীক কিছু, সকালের ভরন্ত ধোয়াশা
হারাচ্ছে এক একটা মোর
পথ কেড়ে নিচ্ছে বাঁক
হাতির দাতে তুলে নিচ্ছি আজ রেওয়াজের সুর।

তবু গান নয় গেয়ে উঠছে  আদুরে বিড়ালটা---
তোকে ছেড়ে রোজ রোজ বেচে আছি,
অভ্যাসে আয় গুনচ্ছে ভালো থাকারা।




তুই


টানা টানা চোখে দুহাত ভরে যায়
অমন থ্যাবা নাকেও কি ভালোবাসা ! 
তুই   কি               বুঝলি
আলাদা যে  তোর ভাষা।

উনান ঘরে লোহার সে কড়া,
মায়ের কোলে ওমের পরমে শুয়ে তুই
বেশ যে  বড় বিছানাটি
বাইরে রোদ  খুব চড়া।

শান্তিরা লেগে আছে প্রতিকুল মাটির কুয়োকোণে।
কিছু ঝাউ বা পেয়ারা গাছে
কিছুক্ষণে
কত ছল বা খেলায় উপচে পড়ে দিবারাতির।

মা কে বুঝি জ্বালাস খুব 
দোসরটি বুঝি চোখের ঝাল
লড়াই লড়াই খেলাতে খুনশুটি মিঠেকড়া
জানি
মা ছাড়া  কিছু নেই তো তোর।
ছুতে পাওয়ার তাড়নায় কেপে ওঠে বিদেশি বাতাস,
তোর
তুলতুলে স্বর্গীয় থাবা।