উদয় সাহার মুক্তগদ্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Thursday, July 18, 2019

উদয় সাহার মুক্তগদ্য




জলপাঠ্য 


এক.

আসবে আসবে ভাবে একটা আলাদা আনন্দ আছে। আর অবিশ্রান্ত গানে আছে উল্লাস। আমি নিজের মতো করে জড়ো করি আষাঢ়ের মুক্তগদ্য। জল ক্রমশ পায়ের পাতা থেকে হাঁটুতে উঠতে থাকে। ঘন হয় নিষিদ্ধ প্রেম। দূরে শীত আমার অপেক্ষায়... আমি দেখি... 

দুই.

বোবা পাগলের ভাষার দামে ফেরি হয় মেঘঋতুর প্রথম চিঠি। তখন জানালার কাঁচে লুলাবি। আঁকার খাতায় আদর ঢালছে গ্রে প্যাস্টেল। আমরা ফ্রেম বন্দি করছি সাম্পান। বাংলার দিদিমণি বোঝাচ্ছেন বর্ষার ফোর-প্লে...

তিন.

ফুল হাতা কুর্তি পরা ইন্ট্রোভার্ট মেয়েটার বুকে অনেক আষাঢ়। তার মন সূর্য- পোড়া। একদিন এক দস্যি মেঘ এসে ঘিরে ধরে তাকে। তার চোখে চুলের ছায়ার মত নামে চিকণ বিকেল। মেয়েটির ঠোঁটের অভ্রগুলো আঙুল দিয়ে সরিয়ে প্রথম চুমু আঁকে মেঘ। তখন প্র‍্যাকটিক্যাল ক্লাস। ব্ল্যাকবোর্ডে রামধনুর জল ধোয়া রং ...

=================

উদয় সাহা
কোচবিহার
দূরভাষ  --৯৬৭৯০৯৪৭১৪