স্বরূপা রায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

স্বরূপা রায়ের কবিতা



সেদিনের পর


সেদিনের পর থেকে
মুঠোফোনটা আর বাজে না,
সেদিনের পর থেকে
মনের কোঠায় আর অভিমান জমে না,
সেদিনের পর থেকে
রাত বাড়লে আর প্রেম কবিতা জন্মায় না,
সেদিনের পর থেকে
সকালের ঘুমটা আর কারো ডাকে ভাঙে না,
সেদিনের পর থেকে
আবদার করতে আর মন চায় না,
সেদিনের পর থেকে
রাগ কেউ আর ভাঙাতে আসে না,
সেদিনের পর থেকে
হাসি ঠোঁটের কোণায় আর আসে না,
সেদিনের পর থেকে
তাকে আমার ভালোবাসা যে আর কাছে পায় না।
====================================


নামঃ স্বরূপা রায়
ঠিকানাঃ উত্তর ভারতনগর, ১০, বটুকেশ্বর দত্ত সরণি, পো- রবীন্দ্র সরণি, জেলা- দার্জিলিং, শিলিগুড়ি-৭৩৪০০৬