কবিতা। মৌসুমী ভৌমিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

কবিতা। মৌসুমী ভৌমিক

    পরজীবী
*****************

আশ্রয়ী বৃক্ষের গায়ে বসতি বানিয়ে
তোমার জীবন যাপন। 
তোমার শেকড় না থাকলেও দিব্যি বেঁচে আছ।ও মেয়ে, তুমিও শেকড়হীন, ঠিক ওই পরগাছার মতো। 
বাবা, স্বামীর সংসারে পা ডুবিয়ে
ভোরের আলোয় মুক্ত বাতাস খোঁজো, 
বাতাসে প্রাণ খোঁজো 
প্রাণে সুখ খোঁজো
সুখী জীবন খোঁজো।

একটু জোরে বাতাস বইলেই টলমল করো
আশ্রয়ী বৃক্ষ স্বাধীন হতে চায়
তোমার কথা ভাববার প্রয়োজন কী? 
তবু তুমি আঁকড়ে বাঁচার মহামন্ত্রে দীক্ষিত ।
ক্ষুধা প্রেম দুঃখ নিয়ে সম্পূর্ণ জীবন
পূর্ণ অধিকার এক সম্পূর্ণ মানুষের 
ও মেয়ে 
তবু
এ পরজীবী প্রাণ 
কেন................