সুজাতা মিশ্রর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, June 17, 2019

সুজাতা মিশ্রর কবিতা

সব তার হোক
সুজাতা মিশ্র(সুজান মিঠি)

ভোর নদীর কাঁচপাখি চুমুক দেয় লাল মেঘ।
বাসায় ডাক পাঠায় সূর্য, জেগে ওঠে যত কাক।
শক্ত কাঁধে চাষীর পাড়া বয়ে নিয়ে যায় সবুজ
আম কুড়ানো ছেলেবেলা খুঁজছে ফেরার ফাঁক।

আগুন জমে মাটির বুকে আলসে দুপুর স্তুপ।
ঘেমো পাতারা ঝিম গানে ওড়ায় পথ গুম মেঘে।
উত্তাপের শল্কমোচন হয় ঠিক বিকেল প্রাক্কালে,
ঝড় ওঠে আমবনে। সন্ধ্যে নদীর কাদাবুক থাকে জেগে।

উত্তাপী বিছানায় জাগে স্বপ্ন, পাখার ব্লেডের ধারে।
মসৃন পথে পিচ্ছিল ইশারায় ছুটে গেছে যে জোঁক,
ফাগুনে পলাশ ছিল যার উষ্ণ ঠোঁটের অবয়ব,
এই উত্তাপ, এই মেঘ, এই আমবাগান, সব তার হোক।
_________

সুজাতা মিশ্র
ধাপধারা
সোনারগরিয়া
পূর্ব বর্ধমান
713404