সুনন্দ মন্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, July 17, 2018

সুনন্দ মন্ডলের কবিতা

আষাঢ়ে


আষাঢ়ে মেঘ আসলো ভেসে
পুড়ল দেখি রবির মন।
কালো চাদর জড়ালো শেষে
দুপুর পরে আকাশে রণ।


নিয়তি মেনে মৌসুমী এলো
বিরহ যত ঘুচল তার।
সূত্র জেনে বৃষ্টি হলো
ঝড় মেনেছে শীঘ্র হার।

উদাসে চেয়ে চাতক পাখি
গরম ভাপে মাটি ফুঁসছে।
বৃক্ষরাজি শান্ত দেখি
একটুখানি জল ছুঁয়েছে।

ধুলোয় ঢাকা পাতার দেহ
সবুজ পেল নতুন জলে।
ঈষৎ গ্লানি মুছল দেখ
ফুলেরা সব পাপড়ি মেলে।

প্রজাপতিটা মেলল ডানা
নতুন করে জীবন গড়ে।
আকাশ থেকে প্রকৃতি থানা
স্বপ্ন সুখ বাঁধল ঘরে।
-----------

  সুনন্দ মন্ডল, কাঠিয়া, মুরারই, বীরভূম

No comments:

Post a Comment