"নবপ্রভাত" রজতজয়ন্তী স্মারক কাব্য সংকলনে
লেখা আহ্বান
**************************
সংক্ষিপ্ত কবি পরিচিতি, ঠিকানা ও ছবি ছাপা হতে পারে ।
কবিকে শুধুমাত্র বইটি কিনে নিতে হবে।
আর অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না। কবিতা মনোনীত হলে মূল্য অগ্রিম পাঠাতে হবে।
অন্যথায় কবিকে রেজিঃ পোস্টের খরচ বহন করতে হবে।
অপ্রকাশিত এবং কোনো পত্রিকাতে প্রকাশিত লেখা পাঠানো যাবে।
কোনো কাব্য সংকলনে প্রকাশিত লেখা পাঠাবেন না।
নিরাশাহরণ নস্কর, ইন্দিরা পল্লী, আরামবাগ, হুগলি, পিন-- ৭১২৬০১
(প্রয়োজনে এই নম্বরে কথা বলতে পারেন)

Comments
Post a Comment