সৃষ্টি
শ্রীকনা সরকার
একজন শিল্পী যখন কিছু সৃষ্টি করেন, তাকে বোঝার দায় থাকে দর্শক বা পাঠকের। তেমনিই নারীর রহস্যময়তা কে বোঝার দায়,উদ্ভাবন করার দায় থাকে পুরুষের। কি আশ্চর্য দেখুন, বাস্তব জীবনে কেমন তার উলটো টা ঘটে চলে প্রতিমুহূর্তে।অথচ যুগ যুগ ধরে লেখকের গল্পে,কবির কল্পনায় কেমন সুনিপুণ ভাবে তা ধরা দিয়েছে। একটি সংসারে বা জগত সংসারে নারীর ভূমিকা কি তা নিয়ে লিখতে ইচ্ছে হয় না আর। কেনো হবে? আমরা সকলে,সক্কলেই সত্যি কি তা জানিনা? নারীবাদী লেখা হিসেবে বারবার কেনো তা তুলে ধরতে হবে? একটি মেয়ের 'মেয়ে' হিসেবে বড় হওয়ার লড়াই, পায়ের তলার মাটি শক্ত করার লড়াই, সংসারে প্রিয়জন হওয়ার লড়াই, মা হওয়ার লড়াই,সর্বোপরি প্রতি টা সম্পর্ক কে সমান ভাবে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখার লড়াই,প্রতিটা মানুষ যারা সংসারে থাকেন,জানেন,সত্যিই জানেন। কিন্তু সবাই তাকে অনুভব করার স্পর্ধা টুকু দেখাতে পারেন না। যেদিন 'নারীদিবস' পালন করার জন্য 'নারীর অসাধারণ হয়ে ওঠার লড়াই', 'আমাদের জীবনে নারীর ভূমিকা' এসব নিয়ে কলম ধরার প্রয়োজন হবেনা, সেদিন সর্বতোভাবে সার্থক হবে 'নারীদিবস'। আমরা জানি, আমরা সকলে জানি সৃষ্টির সেরা উপহার 'নারী'। পৃথিবী তে নারী না জন্মালে বাকি সবকিছু চলার হয়ত নতুন পদ্ধতি চালু হত, কিন্তু কখনো সৃষ্টি হত না সুন্দর, মায়া,মমতা,ভালোবাসা,স্নেহ এইসব শব্দগুলি। নারী মানেই তো প্রতিক্ষণে কিছু না কিছু সৃষ্টিই হয়, তাই না?---------------------------------------০০০০০০০০০০০০০০----------------------------------------------
-------- শ্রীকনা সরকার, হালিশহর, উঃ ২৪ পরগনা
Comments
Post a Comment