রামেশ্বর নারায়ণ নন্দের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, October 18, 2021

রামেশ্বর নারায়ণ নন্দের কবিতা


           ভেসে যায়
 
       রামেশ্বর নারায়ণ নন্দ 
 
                 
           ভেসে যায়,
              ভেসে,ভেসে,ভেসে যায়।
নৌকায় হালহীন মাঝি
                                খাবি খায়।
জীবন, বাঁকা চাঁদ,গোল হয় কখন
দুরের পানে তাকিয়ে,দিকচক্রবালে
সকল ই গোল গোল লাগে।
সিগারেটের ধোঁয়া ওঠা গোল
যেন বস্তূহীন অবয়বের মতো,
                বড় থেকে ছোট,
আরও ছোট বুদ্বুদের জন্ম দেয়
মস্তিষ্কের কোষে কোষে,
              তীব্র যন্ত্রনা.......
প্রলয় নাচন্ নাচে ধ্রুপদী নৃত্যের তালে।
অনুকম্পারা সার দিয়ে দাঁড়িয়ে,
প্রদীপ জ্বালিয়ে বিদায় জানায়।
'আমি' ভেসে যায়।
             ভেসে, ভেসে, ভেসে যায়।
------------------ 

 
রামেশ্বর নারায়ণ নন্দ
সোনালী আবাসন
লালবাজার
বাঁকুড়া
পিন: ৭২২১০১

No comments:

Post a Comment