পরিপূর্ণতার আরেক নাম
সুনন্দ মন্ডল
জীবন ধুঁকছে, জীবন ছুটছে
জীবন গড়ছে, জীবন উঠছে
সাঁকো সেই একজন...
জীবনের নামে যদি খুশি-দুঃখ মাপা যায়
জীবনের ঢাল বেয়ে যদি অনুরাগ বোঝা যায়
তাহলে সেই একটা সাঁকো দরকার।
যে সাঁকো ছোট থেকে বড় হওয়া শেখায়।
শেখায় মাতৃভাষা,
মাতৃদুগ্ধের সমান, যেখানে নাড়ির টান।
জীবন গড়েছি, জীবন ভেঙেছি
পেয়েছি সেই মুখ।
জীবনের পূর্ণতায় সেই ছোঁয়া থাকুক
থাকুক স্নেহ, আদুরে গন্ধ।
সেইরকম পরিপূর্ণতার নাম মা
পরিপূর্ণতার আরেক নাম নারী।
--------------
কাঠিয়া, পাইকর, বীরভূম
৮৬৩৭০৬৪০২৯

Comments
Post a Comment