তুমি
হামিদুল ইসলাম
এই দিন এই রাত ফেলে আসি
শৈশবের সাঁঝ বেলায়
সুদূর দিগন্তে বেলাভূমি ছুঁয়ে যায়
তোমার বুকের কোমল সোহাগ। দুপুরের মিঠে কড়া রাদে ভাসে স্মৃতির ইস্তেহার ।।
নষ্টালজিক হৃদয়
নরম গালিচায় পাতি স্বপ্ন বাসর
বেনামী বন্দরে একাকী কাঁদে দুরন্ত চিল। সড়কের ক্ষতে ভাসে লাশফুল ।।
নিরক্ষর উৎসব
সন্ধ্যার মফস্বলে ভালোবাসা আঁকি
যৌবনের ফোটাফুলে তোমাকে ছুঁয়ে যায় আমার জীবনের প্রথম রোদ্দুর ।।
কাঠ খড় বাঁশে সাজানো প্রতিমা
তোমার ঠোঁটে সম্পর্ক পাতি
অচ্ছুৎ মায়ায় ফেলে আসি কথাঘর
কথকতায় তোমার প্রতিচ্ছবি। আজও পতিত জমিনে পুঁতি কবিতার বীজধান ।।
মুখরিত ছায়াপথ
জীবন যুদ্ধে হেরে যাই। অনশ্বর ভাবনার বুকে আঁকি তোমার ছবির দেয়াল ।।
_________________________________________________________
হামিদুল ইসলাম, গ্রাঃ+পোঃ=কুমারগঞ্জ। জেঃ=দক্ষিণ দিনাজপুর।
_________________________________________________________
Comments
Post a Comment