একটি নিখাদ প্রেমের কবিতা ।। অবশেষ দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

একটি নিখাদ প্রেমের কবিতা ।। অবশেষ দাস

 
 

নিখাদ প্রেমের কবিতা
অবশেষ দাস

প্রেম এল না গাছের তলায়, ছায়ার ভিতর মোহ
প্রেমের জন্যে সংঘটিত অজস্র বিদ্রোহ।

প্রেম এল না সান্ধ্য কলেজ, সিলেবাসের চাপে
টুকটুকে ঠোঁট নষ্ট হলো লোকাল চায়ের কাপে।

প্রেম এল না রাতের ট্রেনে, রোজ তো গাদাগাদি
ইচ্ছেগুলো গাধার অধম, অন্ধকারে কাঁদি।

প্রেম এল না ফেরার পথে, বৃষ্টি অঝোর ধারায়
বুকের ভেতর দিনে দিনে শূণ্যতা হাত বাড়ায়।

প্রেম এল না সংসারেও, তক্তপোশে শুয়ে
ভালবাসার গানগুলো সব বৃষ্টিতে যায় ধুয়ে।

প্রেম এল না প্রাত্যহিকে, ব্রাত্য হাওয়ায় পুড়ে
সন্ন্যাসিনীর গল্প লিখে নিছক ভবঘুরে।

প্রেম এল না ফকির হৃদে, বৃন্ত থেকে ছিঁড়ে
আয় না রে প্রেম পায়ে হেঁটে, শূন্য জীবন ঘিরে।
 
              =====০০=====
  

No comments:

Post a Comment