নাগতলা বিজয় সঙঘে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে মহা ধুমধামে। অনেক বড় বড় ব্যক্তিত্বের সমাগম আজ সেখানে।এই মাত্র এক বিশিষ্ট ব্যক্তি তার বক্তব্য তুলে ধরলেন,দেশের গরীব মানুষের মুখে দু'বেলা অন্ন তুলে দেওয়াই প্রকৃত স্বাধীনতা। যতক্ষণ দেশের একটি মানুষ অনাহারে থাকবে ততক্ষণ প্রকৃত স্বাধীনতা অধরাই থেকে যাবে। করতালিতে মুখরিত হয়ে উঠলো মাঠ ।
বক্তব্য শেষে গাড়িতে উঠতে যাবেন এমন সময় এক পঙ্গু ভিখিরি সামনে দুই হাত পেতে বলল 'বাবু একটু ভিক্ষা দেন তিন দিন কিছু খাইনি।' ভদ্রলোক এগিয়ে গেলেন,ভিখারি টি পিছন থেকে আবার ডাকল'বাবু আপনি কি ভালো বললেন, সবাই হাততালি দিলো'।ভদ্রলোক এবার ফিরে চাইলেন,মুখে ব্যাঙ্গের হাসি,তার হাতে ১০টাকার নোট গুঁজে দিতে গিয়ে বললেন 'আমার বক্তব্য তুমি বুঝতে পেরেছো!আচ্ছা ঠিক কি বুঝেছো বলো তো ?
'বাবু, দুবেলা -দুমুঠো খাবারই তো গরিবের কাছে স্বাধীনতা, পেটের জ্বালা থেকে মুক্তির স্বাধীনতা!'

Comments
Post a Comment