পঁচাত্তরতম স্বাধীনতা দিবস।। মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 18, 2021

পঁচাত্তরতম স্বাধীনতা দিবস।। মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়

 

হে স্বাধীনতা দিবস
তোমারে সেলাম

দিনে দিনে কেটে গেলো ৭৪ টা বছর
যতবার স্বাধীনতার মানে খুঁজতে চেয়েছি
ঠিক তত অধিক বার আগুনের লেলিহান শিখা
প্রান্তরে প্রান্তরে পুড়িয়ে ছারখার করে দিয়েছে।

মা যে স্বাধীনতায় বসবাস করতো সেখানে সবটুকু ছিল
দেওয়ার পালা ।
সকাল হতো ভিজে চুলে সিঁদুর লেপে কর্তব্যের উনুনে
জ্বেলে দেওয়া আগুন

সেই আগুনে ছেলে মেয়ে স্বামীর মহোময় রগরগে একটা স্বাধীনতা দিবস রচিত হতো।
ঠিক তখনই মায়ের গর্ভে যন্ত্রণায় কঁকিয়ে উঠতো ভাঙাচোরা স্বাধীনতা কবিতা।

পঁচাত্তরে পতাকার রং একটু বেশি রঙিন
শিরীষ কাগজে না লিখে অনুকবিতা লেখা হচ্ছে ব্লটিং পেপারে।
দূর হতে ভেসে আসছে স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়

--------------- 

No comments:

Post a Comment