আজ নাকি কোনো স্বাধীনতার সকাল হয়েছে!
কই সূর্যটা একবারও বলে উঠলো না তো,
আমি আজ মুক্ত হলাম তোমাদের থেকে।
ওইতো রাস্তার সাফাইকর্মীটা আজও এসেছে,
কই; তার তো আজকে ঘুরতে যাওয়ার কথা।
পরিবারের ছোট্ট সদস্যটার সাথে আজ সকালে–
সেই পাহাড়ের কোলে ঘাস আর পাথর নিয়ে খেলার কথা।
কাল থেকে ফুল তুলে সে ফুল মালা গেঁথে,
আজও বেচতে এলো যে মেয়েটি
তার জীবনেও কি স্বাধীনতার সকাল ছিল না?
মৌমিতা নামে এক শিল্পী স্বাধীনতার পতাকা আঁকছিল।
কোনো এক শব্দে হাতটা কেঁপে উঠল,
ঢেউ খেলানো পতাকাটি আর দুলছিলো না।
বাইরে সদ্য গুলি হওয়া দেহ থেকে এখনও রক্ত ঝরছে...
মৌমিতার চোখের একফোঁটা জলে পতাকাটি মুছে গেলো!
------------
Comments
Post a Comment