কবিতা : তরুনার্ক লাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা : তরুনার্ক লাহা


         
 

 

 

 

 

 

 

 

 

 বন্দী


         এই কটা দিন বন্দী আছি ঘরে
         রাস্তা ফাঁকা,সবই জনশূণ্য
         অদৃশ্য এক শত্রু ঘরের বাইরে
          চক্রবুহ্যে আমরা অভিমন্যু
           জানলা খোলা বাইরে চেয়ে দেখছি
           উড়ছে পাখি মুক্ত আকাশ জুড়ে
            আমি যেন বন্দী ঘরে অমল
            কখন পাবো সুখের সেদিন ফিরে
            এই কটা দিন ঘরের মধ্যে বন্দী
            খাঁচার পাখি আজকে তারা মুক্ত
            অদৃশ্য এক শত্রু রাঙায় চোখ তার
            প্রাণ কেড়ে নেয় আজকে অভিযুক্ত
           যারা আপন আজকে তারা পর যে
           সবার চোখে সুক্ষ এক সন্দেহ
            কোন ছলনায় বন্ধু নেবে প্রাণটা
            থাকবে পড়ে নিথর হয়ে দেহ
            জানলা খোলা উদাস আমার দৃষ্টি
             বাইরে সবুজ গাছটা দোলায় মাথা
             অদৃশ্য এক শত্রু এসে আজকে
             জীবনটাকে করল সবার যা তা
             জানি আমি শত্রুটা যে মরবেই
             ফিরে পাবো আমার বন্ধু বর্গ
             খেলব মাঠে বন্ধুরা সব হই হই
             এই পৃথিবী আবার হবে স্বর্গ
                     ***
তরুনার্ক লাহা
বেলিয়াতোড়
বাঁকুড়া