কবিতা -- জগবন্ধু হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা -- জগবন্ধু হালদার









শালিখ, সাঁকো কথা


সাঁকোটি ছিল । সাঁকোটি  আছেও  ।
বারোটা বেজে গেছে বলে শুধু অন্যমনস্ক সে । 
রোগা শালিখেরা এপারে ওপারে উবু হয়ে বসে চোখে চোখে চায়
আত্তি পেলে হয়তো ঋতুও বন্ধু হতো খুব, বিকেলের গাল থেকে মুছে যেত ধূসর দাগ
ইচ্ছেরা এখন দাস দিনকালের...
#
ওধারের বাঁশঝাড়ে দুটো কুবো ডেকে যাচ্ছে অবিরাম
এপারে শিকড়ের মাটি কুরে ঠেলে দিচ্ছে পেশাদার ইঁদুর আর
একমনে পড়ন্ত আলোয় পোলো চেপে যাচ্ছে বৃদ্ধ ধীবর 
চিৎ না উপুড় ছিল মীনাক্ষী মেয়েটির ঢেউ সে চুলচেরায় মন বসেনা আর, শুধু মাটির গন্ধ শুঁকে দেখি
তোমার চলার পথ সেদিকেই গেছে হেঁটে যেদিকে
নিষিদ্ধ আমার আয়াত
যেদিকের রোদে পুড়েছে  বুক , সোমত্ত দুপুর আমার...
#
আপাতত শালিখ, সাঁকো পরস্পরের ক্ষত নিবারক...