কবিতা -- মিঠুন রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, May 16, 2020

কবিতা -- মিঠুন রায়




আলোকরেখা


খোলসের ভেতর বহুভূজের মতো নিজেকে লুকিয়ে রেখেছ তুমি।
লাবণ‍্যের ঘ্রাণ  আকর্ষণ করে না বিষাক্ত মানুষকেও।
অন্তসলিলা নদী গতিপথ ধরে এগিয়ে যাচ্ছে অনেকদূর,
পারস্পরিক ছায়াপথ ধরে এলোমেলো পথ বেয়ে চলে যায় তটরাশি।
প্রজ্ঞাহীন নাবিক সন্ধান করে অনাবিষ্কৃত জলপথ
অন্ধ ফকিরের মতো আমি আলোকরেখা টানি সুদূর প্রান্তসীমানায়।
স্বপ্নবুনি স্নেহরেণু, অমরকাব‍্যের।
              -------------
মিঠুন রায়
প্রযত্নে:মৃত শংকর কুমার রায়
মধ‍্যবাজার,বিশালগড়
জেলা :সিপাহীজলা,ত্রিপুরা
পিন:৭৯৯১০২
মুঠোফোনে :৯৭৭৪৪৭২১৯৭