সবিতা বিশ্বাসের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

সবিতা বিশ্বাসের ছড়া

        ভোট এলো

  --------------

ভোট এলো,এলো ভোট হও সবে একজোট
দলে দলে দলাদলি তলে তলে পাকে ঘোঁট

টাকা দেবো, চাল দেবো, দেবো পাকা বাড়িঘর
প্রতিশ্রুতি বানে ভাসে দুই কূল চরাচর

কত কথা কত বানী ফিসফাস কানাকানি
ভোটারের হাত ধরে করে সব টানাটানি

ঘুম ছুটে ঘাম মুছে যত আছে দিদি দাদা
দিনরাত জোড়হাত গলাখানি আছে সাধা

খোকা খুকু গালে হামি ভোট এলে হয় দামী
নররূপী নারায়ণ কৃপা করো ওগো স্বামী

জনগণ দিশাহারা কোন দলে দেবে ছাপ
নির্দল সেও দল ভোটে তাই খুব চাপ।
                  -------------------

সবিতা বিশ্বাস
প্রযত্নে- লঙ্কেশ্বর বিশ্বাস
গ্রাম+ পোস্ট- মাজদিয়া ( বিশ্বাস পাড়া)
( শুভক্ষণ লজের পাশে)
জেলা - নদীয়া। পিন- 741507