সুতপা পূততুণ্ডর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

সুতপা পূততুণ্ডর কবিতা




ভোট বড় বালাই



মন্ত্রীরা আজ বেস্ত বেশি
উদ্বোধন আর শিলান্যাসে!
পরিসেবা কোথাও নেই,
শুভেচ্ছা আর অভিনন্দনে ভাসে!
ভোটের আগে প্রতিশ্রুতি
সব জনতার পাওনা,
মিটলে ভোট সেই নেতাদের
টিক্কি ছোঁয়া যায় না!
বছর ঘোরে শিলান্যাসে
পাথরের গায়ে ঘাস গজায়!
উবে যাওয়া প্রতিশ্রুতি
কর্পূরকেও হার মানায়।
বোতামের গায়ে লেগে থাকে
নেতা মন্ত্রীর শ্বাসপ্রশ্বাস
ভোট মিটলে পরে থাকে
রক্তাক্ত গণতান্ত্রিক লাশ।


ইছাপুর
উত্তর২৪পরগনা




Sent from OPPO Mail