জয়ীতা চ্যাটার্জীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, May 17, 2019

জয়ীতা চ্যাটার্জীর কবিতা





স্বৈরতন্ত্র



নিজেরই ভেতরে রেখেছ যাকে তুমি, 
বয়ে যাও মোট ভার,বয়ে যাও বুকের অলিগলি। 
সেও রেখেছে বরাবর এক হাতে লোভ, আর
ত্রাস রেখেছে আরেক হাতে, 
তোমার ওপরে তার যত লাফালাফি, রাগের তুফান ছুটিয়ে মাঝ রাতে। 
নিছক ঘরোয়া এক ভয়, হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে  দগদগে কপালের দাগে। 
স্মৃতি মাত্রই দুর্বল, সম্প্রিতি কে কবে দেখেছে স্বৈরতন্ত্রের আগে।।

 ------------------------------------------

Jayeeta Chatterjee
Add: 22/4 R.N.T.P Bye lane
Shyamnagar north 24 parganas