ভোটযুদ্ধ
সভ্যতার নিচে জমছে অন্ধকার আর ভয়
জানি না এ যুদ্ধে কার জিৎ ,কার হবে জয় ।হাওয়ায় হাওয়ায় খবর ওড়ে মিডিয়ায়
ভোট যুদ্ধ আসে ,নিরীহের জীবন চলে যায় ।অস্ত্র -শস্ত্র মজুত তাক করা বন্দুকের নল
শক্তিমানের আছে দলবল আর বাহুবল ।অ্যাসিডের জ্বালায় গলা বুক জ্বলে যায়
শান্তিপূর্ণ ভোট , শুধু খবর বলে যায় ---দরজা জানলা এঁটে তাই ঘুমিয়েছে পাড়া
ক্ষুদ্র স্বার্থ নিয়ে থাকে জাগে না আর তারা ।দুর্দিন তবু বসে থাকে সুদিনের আশায়
নির্ভয় কলম জাগে ভবিষ্যৎ ভাবনায় ।
মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৬ সংখ্যার চূড়ান্ত সূচিপত্র প্রকাশিত হল। যত লেখা রাখা গেল, তার দ্বিগুণ রাখা গেল না। বাদ যাওয়া সব লেখার 'মান' খারাপ এমন নয়। কয়েকটি প্রবন্ধ এবং বেশ কিছু (১৫-১৭টা) ভালোলাগা গল্প শেষ পর্যন্ত রাখা যায়নি। আমাদের সামর্থ্যহীনতার কারণে। তবুও শেষ পর্যন্ত দশ ফর্মার পত্রিকা হয়েছে। গত দুবছরের মতো A4 সাইজের পত্রিকা। যাঁদের লেখা রাখা গেল না, তাঁরা লেখাগুলি অন্য জায়গায় পাঠাতে পারেন। অথবা, সম্মতি দিলে আমরা লেখাগুলি আমাদের অনলাইন নবপ্রভাতের জানুয়ারি ২০২৬ সংখ্যায় প্রকাশ করতে পারি। পত্রিকাটি আগামী ৯-১৩ জানুয়ারি ২০২৬ পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি আয়োজিত কলকাতা লিটল ম্যাগাজিন মেলায় (রবীন্দ্র সদন - নন্দন চত্বরে) পাওয়া যাবে। সকলকে ধন্যবাদ। শুভেচ্ছা।