কবিতা: অমৃতা খেঁটে - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2019

কবিতা: অমৃতা খেঁটে




           

            নারী



 নারী হওয়ার সার্থকতা কিসে?
জানি, তোমার হৃদয় ভরা বিষে
জর্জরিত আমি, এবং আমার সকল কাজ,
মনঃপুত হয়নি বলে তোমাদের ওই সমাজ
অপহৃত করল আমার নারীসুলভ লাজ,
প্রস্ফুটিত ফুলকে তুলে একী পরিহাস-
অনাদৃত হলাম আমি জাগল মনে ত্রাস,
অতীন্দ্রিত রাত্রি কাটে হারিয়ে বিশ্বাস
অনুদাত্ত কন্ঠ শুনি ঘ্রানেতে সুবাস!
অনাঘ্রাত কোন সে ফুলে পড়ল তোমার শ্বাস?
 অবক্ষিপ্ত হলাম যখন পেয়ে অবকাশ
অনুতপ্ত , বিকল চিত্ত, দিলাম গলায় ফাঁস, 
জানি, তাতে ক্ষতি বৃদ্ধি নেই তো জগতের
মুকই পেলাম, মুক্তি দিলাম, একটি সমাচারের।




Amrita kheto, post... mecheda, purbo medinipur, pin 721137