দুলাল সুরের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 21, 2019

দুলাল সুরের কবিতা



 বিরহ ব্যথা

  

প্রভাতের প্রস্ফুটিত ফুল
অনাদরে ঝরে যায় বিকালে,
ভালবেসে হারানোর ব্যথা
জ্বালা ধরায় এ পাষাণ বুকে।

বাতাস ভারি হয়ে ওঠে
হৃদয় ক্রন্দনের আবেশে,
তরুলতা বুঝি থরথর কাঁপে
সহমর্মিতার অক্ষমতা প্রকাশে।  

ফাগুনে বিরাজিত দখিনা হাওয়া
বিদায় লয়েছে হায় মোর প্রানপ্রিয় সখা,
দুয়ার খুলে রাখি আমি তারি প্রতীক্ষায়
ভুল করে যদি কখনও বা আসে আমার আঙিনায়।

প্রিয়া বিয়োগ ব্যথা প্রাণে না সয়
বেহাগ বাজে শূন্য হিয়ার মাঝে,
প্রেমের মায়াজালে জড়ায়ে সে আমায় ত্যাগি
সুখে জীবন কাটায় পরপুরুষের সাথে।
********************************************** 


1 comment: