সোমনাথ বেনিয়ার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, January 21, 2019

সোমনাথ বেনিয়ার কবিতা


প্রাপ্তিমঙ্গল 


শেষ কবে চিঠি লিখেছি মনে নেই
মনে নেই শেষ কবে কাগজের নৌকা ভাসিয়েছি জলে
গোড়ালির সাথে চৌকাঠের একসুতো ব‍্যবধান থাকে
সেই অবকাশের পথ ধরে যায় -
                               প্রাপ্তি, প্রত‍্যয় ও হারানোর গল্প
বর্তমানের বঁড়শিতে আটকে আছে জীবন
ঠোকা মারে সুখ, মারে ঠোকা দুঃখ
প্রাপ্তি বলতে হাসি, ভেসে আসে মন্দির থেকে
মঙ্গল হোক!
এখন শব্দ শুনে -
         এক-একটি অক্ষর ঘুরিয়ে-ফিরিয়ে দেখবো
খুদ হলে ভাত, কাঁকর হলে প্রণামি ...

 ==============================


সোমনাথ বেনিয়া
১৪৮, সারদা পল্লি বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯.

No comments:

Post a Comment