আত্মিক কবি নীরেন্দ্রনাথ
বৃন্তচ্যুত হয়ে পড়লেও
যে ফুল বাতাসের গায়ে গায়ে
রেখে যায় মিঠেল সুবাস,
হাজারো ফুলের ভিড়ে
সেই 'নিরক্ত করবী'র ছোঁয়ায়
আমার কাব্যিক উদ্ভাস।
যে নক্ষত্র চোখের আড়াল হলেও
রেখে যায় আকাশের গায়ে
অমল আলোর ঝলক,
নির্জনের নীলে লীন হয়ে গেলেও
পড়ে না কখনো সেই নক্ষত্রের
চোখের পলক।
আনন্দ দেওয়ার আগেই নিষ্ঠুর মৃত্যু
চুপিসারে করুক যতই
প্রাণেদের চুরি,
চির ঘুমে শায়িত হওয়ার আগে
মৃত্যুঞ্জয় তবু রেখে যায়
অগণ্য উত্তরসূরি।
যে প্রাণ রোদ্দুরের দেশে চলে গেলেও
'অন্ধকার বারান্দা' হতে রেখে যায়
স্নেহাশিসের দুটি হাত,
আমার বঙ্গময় জীবনের
সেই মহৎ প্রাণের প্রিয়
আত্মিক কবি নীরেন্দ্রনাথ।
--------------------------------------------------------------------
Court more, Hindusthanpark, Asansol- 713304, Paschim Bardhaman
--------------------------------------------------------------------

Comments
Post a Comment