৩ টি কবিতা ।। তীর্থঙ্কর সুমিত
স্পর্শ
সময় বয়ে যায় সময়ের সঙ্গেঅপেক্ষার তাজমহলে
ভালোবাসার প্যারাসিট আমল প্রতি ঘরে
সময় কেটে যায় সময়ের নিভৃত যন্ত্রনায়
আপামর জানসাধারণ জানে
ফেলে আসা ব্যর্থতার ইতিহাস
কলকে গাছের ডালে পাখি এখনো বাসা বাঁধে
রাত পেঁচারা প্রতিনিয়ত আসে আমার ঘরে
বিষন্ন কবি জীবনে ডুয়ার্সের নদী
একাই তরাইকে স্পর্শ করে।
মিলিয়ে যাচ্ছে
কতগুলো আঁকড় কাটছি বইয়ের পাতা জুড়ে
নিঃস্ব মুহূর্তে যত অভিমান দূরে সরে যাচ্ছে
বেরঙের রঙ ঘিরে আছে
যত অন্ধকারের বিলাসিতাকে
কথা দেওয়া এক একটা...
পিরামিডের গায়ে লিখে রাখা সুক্ষ চেতনার অভিপ্রায়
এখন শুধু রঙ বদলানোর খেলা
আর আমার যত বেদনা
নীলে নীল হয়ে আকাশে মিলিয়ে যাচ্ছে।।
কথনের ঝলক
কত ব্যর্থতা লিখে গেছে ইতিহাসের শিরোনামঅন্ধ মননে জেগেছিলো কালের পুতুল
আজ তাকে লিখতে হচ্ছে অতীত
কাঁচা পাকা মরুবণ একদিন
বয়স পেরিয়ে হবে প্রাচীন
তবুও তুমি কথা রাখবেনা
আলো ছায়ায় হেসে উঠবে
কথনের ঝলক।
===============
তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী
Comments
Post a Comment