বসন্ত গানে গানে
দীপক পাল
দিকে দিকে শীতের ঝরা পাতাদের উড়িয়ে দিয়ে
এলো রে আজ বসন্ত সবাকার মন রাঙিয়ে;
দখিন হাওয়া খেলা করে শাল পিয়ালের বনে
আগুন লাগায় পলাশ ফুলে কৃষ্ণচূড়ার সনে।
গাছেরা সব ভরে ওঠে সবুজ নবীন পাতায়
ফুলেরা সব অকাতরে সবায় গন্ধ বিলায়।
বঙ্গোপসাগর হতে আসা দমকা হাওয়ায়
তাজা হয় মন প্রাণ আর শরীর জুড়ায়।
বসন্ত আসে ওরে নানা পাখির কুজনে
প্রজাপতি মৌমাছি আর ভ্রমরের গুঞ্জনে।
বসন্ত আসে কদমের ডালে কাঁঠালী চাঁপায়,
আর আসে দুটি প্রাণের গভীর ভালোবাসায়।
লাগিয়ে আগুন শুকনো ডালে মরা পাতায়,
পুড়িয়ে মেড়া মেতে ওঠে সব হোলি খেলায়।
উড়িয়ে ফাগ গায়েতে রং পিচকিরিতে
রাঙিয়ে তোলে সাবাকার মন এ পূর্ণিমাতে।
শীতের শেষে বসন্ত বয়ে আনে এক স্নিগ্ধ বাতাস
যে বাতাসে মন যে পোড়ে কারও কেউ বা হতাশ।
কোকিলের কুহু রব বয়ে আনে এক প্রেমের গান
সেই গানে ভরে উঠুক সবাকার মন প্রাণ।
-০-০-০-০-০-০-০-০-০-০-
Address :-
---------
Dipak Kumar Paul,
DTC Southern Heights,
Block-8, Flat-1B,
Diamond Harbour Road,
Kolkata-700104. Mb: 9007139853
--------------

Comments
Post a Comment